বারইয়ারহাট আইডিয়াল স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

47

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মিরসরাইয়ের বারইয়ারহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ রা মার্চ) উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই’র সভাপতিত্বে এবং কদমতলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য মোজাম্মেল হোসেন ও স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রসুল আহমদ। বিশেষ অতিথি ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দীন মাসুক, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ইংরেজি অধ্যাপক সুনীল চন্দ্র নাথ।

ক্রীড়া ও সাংস্কৃতিক উভয়ে মোট ২০ টি ইভেন্টে ১০৫ জন শিক্ষার্থী অংশ নেন। যৌথভাবে সেরা প্রতিযোগী নির্বাচিত হয় ৭ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সুলতানা যূথি ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নজরুল হোসেন। এসময় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা “শান্তি নীড়” শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় সিলভার ক্যাটাগরিতে বৃত্তি প্রাপ্ত ১ম শ্রেণির শিক্ষার্থী তাহমিদা আলম ত্বোহা’কে পুরস্কৃত করা হয়।

সকালে সাড়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল ফারুক হোসেন।

বারইয়ারহাট আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ ফারুক হোসেন জানান উক্ত শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫ সালের ১ লা জানুয়ারি ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে।

এরপর থেকে জাতীয় দিবস পালন, বিভিন্ন সংস্থার মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করে আসছে।

শিক্ষা প্রতিষ্ঠানটিতে সপ্তম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে এবং ক্রমান্বয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু হবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ১১জন শিক্ষক ও ১৫১ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।