সময়ের আলো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা-কেককাটা অনুষ্ঠান

18

  

মোঃ কামরুজ্জামান হেলাল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সময়ের আলো প্রতিষ্ঠার ৪ বছর উপলক্ষে পটুয়াখালী প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ।

এ সময় সময়ের আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি চিন্ময় কর্মকারের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ,

পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুলচন্দ্র দাস ও বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নিনা আফরিন।

সময়ের আলোর উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে এ সময় পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: উপরোক্ত ছবি টি সংগৃহীত।