
মোঃ কামরুজ্জামান হেলাল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আনন্দ ঘন পরিবেশে পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির -২০২৩-২৪’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,
২মার্চ বেলা ১১ টার দিকে পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির কক্ষে উক্ত ভোট অনুষ্ঠান শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টায় শেষ হয়। পটুয়াখালী অ্যডভোকেট ক্লার্ক সমিতির এ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট সুব্রত চন্দ্র শীল ও অ্যাডভোকেট কামরুল হাসান।এ সময় ৩৬০ জন ভোটারের মধ্যে ৩৪৫ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন ও ১১টি ভোট বাতিল হয় বলে জানা যায়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহাবুদ্দিন (২০৮) ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান পেয়েছেন ৯৭ ভোট।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃসাগর হোসেন (১৯৮) ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান পেয়েছেন(১২২) ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ বশির উদ্দিন মিলন(২০২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন (১৩২) ভোট।সহ-সাধারন সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম (১৫৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাকিবুল হাসান পেয়েছেন (১৫৫) ভোট। প্রসঙ্গত: দপ্তর সম্পাদক ও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ শাহাদাৎ হোসেন ও হাসিব মিয়া এবং মোঃ দুলাল সিকদার নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহন শেষে উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুস আলী মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় সিনিয়র আইনজীবি কমল দত্ত সহ বিভিন্ন আইনজীবী গন,বিপুল সংখ্যক পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যরা,
সাংবাদিক বৃন্দরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।