রাঙ্গাবালীতে ভিজিএফ’র চাল বিতরণ

28

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২০২২-২৩ অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।


আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৯৩৩টি জেলে পরিবারের মাঝে ৪০ কেজি হারে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আনয়োরুল হক বাবুল, উপজেলা আইসিটি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাসুদ হাসান ও ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ সচিব নজরুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ।