
নুরুল আমিন ভূঁইয়া দুলাল :- নিজস্ব প্রতিনিধি |
লক্ষীপুরের রামগঞ্জে আগুনে পুড়লো ৩ ভাইয়ের বসত ঘর।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২ মার্চ) রাত সোয়া ১২ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পাটওয়ারী বিষয়টি “”সকালের খবর 24 “কে নিশ্চিত করেছেন। তিনি বলেন আমি খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
স্থানীয় ইউপি সদস্য রফিক আহমেদ নতুন দিগন্তকে বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আবুল কাশেম মোস্তান, আনোয়ার হোসেন মোস্তান ও শাহজাহান মোস্তানের ছয়টি ঘরে পুড়ে সম্পন্ন ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর গুলির মধ্যে দোচালা ঘর তিনটি ও বড়ঘর তিনটি। ক্ষতিগ্রস্তরা তিনজনই আপন সহোদর ভাই। এছাড়াও তাদের মামাতো ভাই আউয়ুব আলী মোস্তানের ঘরের কিছু অংশও পুড়েছে।
এই বিষয়ে ইউপি সদস্য আরও বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপরও প্রায় ১ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। বসত ঘরগুলোতে থাকা ফ্রিজ, আলমারিসহ মূল্যবান কোনো মালামালই আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়নি । সবকিছু পুড়ে ছাঁই গয়ে গেছে। জানা যায় শাহজাহান মোস্তানের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সোহেল পাটওয়ারী সকালের খবর ২৪ কম কে বলেন, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবং মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর পুড়ে যায়। এছাড়াও অন্য একটি ঘরের বেড়া পুড়ে যায়। অগ্নিকাণ্ড লাগার সাথে সাথেই ঘরের মানুষজন বাইরে চলে আসে। তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এ মুহূর্তে বলা যাচ্ছে না।
উপজেলা ফায়ার সার্ভিসে দায়িত্বরত কর্মকর্তা শাহাদাত হোসেন সকালের খবর 24 কে বলেন, স্টেশন কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিস্তারিত পরে জানানো যাবে।