কুয়াকাটায় ৫০ লক্ষ মিটার জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

15

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা সমূদ্র সৈকতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এসব জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান ও মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো: আবুল খায়ের উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান বলেন, যে সমস্ত অসাধু জেলেরা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে উপজেলা মৎস অফিসের অভিযান অব্যহত থাকবে। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আমরা খবর পেয়েছিলাম ওই স্থানটিতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যাবহার বেড়ে গিয়েছে। এই অভিযানের মাধ্যমে জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।