ঘোড়াঘাটে ৫৩ টি পরিবারে হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

21

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ঘোড়াঘাট উপজেলার ৪ টি ইউনিয়ন থেকে ৫৩ জন কৃষক- কিষাণিকে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন এবং বাগান তৈরি করার জন্য সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
১ মার্চ বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এই বীজ, চারা ও অন্যান্য কৃষি সামগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন ঘোড়াঘাট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ,সাংগঠনিক সম্পাদক এমডি লোটাস আহম্মেদ ও
সাংবাদিক ফরিদুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার বলেন, কৃষান-কিষাণির বসতবাড়িতে ১.৫ শতক জমিতে পুষ্টি বাগান স্থাপন করা হবে।

সেই বাগানে শাকসবজির বীজ, রাসায়নিক সার, ভার্মি কম্পোষ্ট, সবজি ও ফলের চারা, পানি সেচের জন্য ঝাঝরি ও বাগান বেস্টণীর জন্য নেট দেয়া হয়েছে।তিনি আরো বলেন, অনাবাদি পতিত জমি ও অব্যবহৃত বসতবাড়ির
জায়গাসমুহ চাষের আওতায় আনার জন্য পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিত করে সবজির চাহিদা পুরনসহ কৃষি উৎপাদন বৃদ্ধি হবে।
ফটো ক্যাপশন- ঘোড়াঘাটে পারিবারিক পুষ্টি বাগান তৈরির
জন্য চারা সহ অন্যান্য সামগ্রী কৃষকের হাতে তুলে নিচ্ছেন
কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার।