
এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পালিত হয়েছে ‘জাতীয় ভোটার দিবস’।
বৃহস্পতিবার (২মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজিদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক মাসুদ নাসির প্রমূখ।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পরিষদ সম্মেলন কক্ষের সামনে গিয়ে শেষ হয়। প্রদক্ষিণ শেষে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।