
আমতলী(বরগুনা)প্রতিনিধি:
ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এই
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ।
বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, প্যানেল মেযর মো. হাবিবুর রহমান, যুব উন্নযন কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।