জনগণের জীবনমান উন্নয়নে অ্যাওয়ার্ড পাচ্ছেন নান্দাইলের এমপি তুহিন

45

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন।
জানাগেছে, এমপি তুহিন তাঁর নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় স্থানীয় জনগণের জীবন-মান উন্নয়নে দেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক মিডিয়া এটিএন বাংলা লি: এর পক্ষ থেকে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ই মার্চ ২০২৩ইং রোববার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলা লি: এর আয়োজিত ২০২২ সালে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইটি, কৃষি, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিগণকে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে সম্মাননা পদক প্রদান করা হবে।
উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন তাঁর নির্বাচনী এলাকার জনগণের জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন’ ক্যাটাগরিতে অনুষ্ঠানের প্রধান অতিথি আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র হাত থেকে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ পদক গ্রহন
করবেন। নান্দাইলের সংসদ সদস্যের এমন পদক লাভে নান্দাইলবাসী এমপি তুহিনকে ধন্যবাদ সহ সাধুবাদ জানান।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, এ কৃতিত্বের দাবীদার আমি নয়, এটা নান্দাইলবাসীর। নান্দাইলের উন্নয়নে জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতায় তা সম্ভব হয়েছে। আমি এটিএন বাংলা লি: এর কর্তৃপক্ষ সহ নান্দাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।