
নেত্রকোনা জেলার মদন উপজেলায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা ৩ দিন ব্যাপী (২২-২৪) জানুয়ারী ২০২৪ ইং তারিখে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে।
মদন উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ও মদন মডেল মসজিদের আলোচনা কক্ষে দুই বাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষার্থীদের মধ্যে উপজেলার উপ- সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, মৎস্য, প্রাণী সম্পদ বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীগণ, এনজিও কর্মী, ইমাম এবং সাংবাদিকসহ কৃষাণ কৃষাণীগণ ছিলেন।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড: মোসা: আলতাফ উন- নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।
এ প্রশিক্ষণে মদন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: শাহআলম মিয়া উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য দেন। তিন দিন ব্যাপি এ আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: হাবিবুর রহমানসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বারটানের কর্মকর্তাসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ।
এ প্রশিক্ষণে সুষম খাবার, প্রতিদিনের খাদ্যাভাস, জীবনযাত্রা প্রণালী, খাবারের ধরনসহ, স্বাস্থকর ও নিরাপদ খাদ্য বিষয়ে বিশদ আলোচনা হয়।