
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাঝি অালীর চরে ঘোড়ার গাড়ির উপরে ডাব্বু দিয়ে জুয়া চলাকালীন সময়ে জুয়ার অায়োজক ল্যাংড়া সুলতানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ল্যাংড়া সুলতান উপজেলার কচাকাটা থানার মাঝি আলীর চর এলাকার মকবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২ মার্চ) গ্রেফতার সুলতানের বিরুদ্ধে জুয়া অাইনে মামলা দায়ের করে অাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য জানান কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
পুলিশ জানায়, বুধবার (১ মার্চ) গভীররাতে কচাকাটা থানার মাঝি অালীর চরে ঘোড়ার গাড়ির উপরে ডাব্বু দিয়ে জুয়া খেলছিলো ল্যাংড়া সুলতানসহ জুয়াড়ির একটি দল। এসময় কচাকাটা থানা পুলিশ জুয়াড়ীদের ধাওয়া করলে অনান্য জুযাড়ীরা পালিয়ে যেতে সক্ষম হলেও জুয়াড়ী ল্যাংড়া সুলতানকে গ্রেফতার করা হয়। পরে জুয়া খেলায় ব্যবহৃত ঘোড়ার গাড়ি, ঘোড়া, মাইক ও জুয়া খেলার সরঞ্জামসহ অাসামীকে থানায় নিয়ে অাসা হয়।
ওসি গোলাম মর্তুজা বলেন, ‘ঘোড়ার গাড়ির উপরে ডাব্বু বসিয়ে জুয়ার অায়োজন করতো ল্যাংড়া সুলতানসহ একদল জুয়াড়ি। জুয়াড়িদের ডাকা হতো মাইকিং করে।’