
মোঃ সাইফুল ইসলাম , হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
২ মার্চ সকালে উপজেলা নির্বাচন কমিশন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ, সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ জানান, জনগণকে নিয়ম মেনে ভোটার হওয়া এবং যোগ্যজনকে ভোট দানে উৎসাহিত করতেই এই দিবস পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস পালন করা হয়। দিবসটিতে নিয়ম মেনে ভেটার হওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়। এ উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা ১৪১০০৮ জন।