আত্রাইয়ে শুটকিগাছা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল

9

মোঃ ফিরোজ আহমেদ,

 স্টাফ রিপোর্টারঃ 

নওগাঁর আত্রাইয়ের শুটকিগাছা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

নওগাঁর আত্রাইয়ের ৩ নং আহসানগন্জ ইউনিয়নের শুটকিগাছা হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে পহেলা মার্চ ২০২৩ বুধবার বৈকাল ৪টা হতে মধ্যো রাত্রি পর্যন্ত দান তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

 উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্প্রন মোফাচ্ছেরে কোরআন হযরত  মাওলানা মোহাম্মদ ফজলুর রশিদ মিঞা কাহালু বগুড়া৷ 

দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম বগুড়া 

তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মহসীন উল ইসলাম নাটোর,

চর্তুথ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মহীদুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা, 

৫ম বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নুরশাদ আলী শিক্ষক অত্র মাদ্রাসা, 

৬ ম শিশু বক্তা হাফেজ মোঃ আবু হুরাইরা ছাত্র অত্র মাদ্রাসা৷ 

সভাপতিত্ব করেন

 মোঃ মুন্জুরুল আলম চেয়ারম্যান ৩ নং আহসানগন্জ ইউনিয়ন৷ 

 সহ সভাপতি 

আলহাজ্ব মোঃ মোসলেম আলী সুনার,মোঃ নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন সন্দেশ৷ 

প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ চেয়ারম্যান উপজেলা পরিষদ আত্রাই৷ 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ সদস্য বিমান বাহিনী, মোঃ আক্তারুজ্জামান ডিউক৷ 

মাহফিলে হাজার হাজার মুসল্লানে কেরাম ও পর্দার আড়ালে মা ও বোনেরা উপস্থিত ছিলেন দেশ ও জাতির মঙ্গল কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়৷