
গত ২৮.০২.২০২৩ খ্রি. তারিখ শিক্ষাবার্তা ডট কম পত্রিকায় রেজাল্ট ভালো করার নামে স্কুলে কোচিং বাণিজ্য শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, বোর্ড পরীক্ষার আগে কোচিং এ পড়তে বাধ্য করা কথাগুলো আদৌ সত্য নয়।
২০২১ সালে এস.এস.সি পরীক্ষার অ-ব্যয়িত টাকা ব্যাংক একাউন্ট ভুল হওয়ায় বোর্ড একাউন্টে ফেরৎ গেছে। যা ফেরৎ আনার প্রক্রিয়া চলমান। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অবগত আছেন।
অত্র বিদ্যালয় থেকে বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন পয়সা নেয়ার সুযোগ নেই। নম্বরপত্র বা মূল সনদ উত্তোলনের সময় কোন টাকা গ্রহণ করা হয় না । শিক্ষা জীবন শেষে কোন শিক্ষার্থী, নম্বরপত্র বা মূল সনদ উত্তোলনের সময় ইচ্ছাকৃত চা-মিষ্টির জন্য কিছু দিলে সেটি গ্রহণ করা হয়।
একটি কুচক্রীমহল শিক্ষক মন্ডলী এবং প্রতিষ্ঠানের মান-সম্মান ক্ষুন্ন করার মানসে সংবাদকর্মীকে অসত্য, বানোয়াট তথ্য প্রদান করেছে। মহলটি সংক্ষুব্ধ হয়ে নানা অপতৎপরতা চালিয়ে আসছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান উপজেলায় সন্তোষজনক রেজাল্ট করে আসছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক মন্ডলী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সদা তৎপর।
সুনামধন্য এই অনলাইন পোর্টালটি, সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত ছিল। ভূয়া নিউজে প্রতিষ্ঠান ও আমার সামাজিক ও পেশাগত মান ক্ষুন্ন করা হয়েছে। কাজেই এই মানহানিকর, অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
প্রতিবাদকারী,
মোঃ সফিউর রহমান বাবু
প্রধান শিক্ষক
তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়
মান্দা, নওগাঁ।