রূপসায় আবারো ট্রলির ছাপায় যুবক নিহত 

21

নাজিমসরদারখুলনা

খুলনার রূপসায় ইট বহনকারী দলের চাপায় রেজাউল ইসলাম ২৮ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সে রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের নুর ইসলামের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় আজ বুধবার ১মার্চ সাড়ে ১১টার দিকে পূর্বরূপসা বাজার থেকে নিহত যুবক মোটরসাইকেল যোগে বাড়িতে যাবার জন্য রওনা হন, প্রতিমধ্যে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকার রাস্তায় আসলে দ্রুতগামী ট্রলি রেজাউলকে মোটরসাইকেল সহ চাপা দেয়। এ সময় উক্ত যুবক মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে, নগরী বেসরকারি একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করে। 

ট্রলি চালক অনিক রামনগর এলাকায় আজগর শেখের ছেলে। পুলিশ ঘাতক ট্রলি আটক করলেও চালককে গ্রেফতার করতে পারিনি। 

রেজাউল রূপসার বাজারের বৃষ্টি টেলিকম সেন্টারে চাকরি,করত রেজাউল ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। 

স্থানীয়রা জানান ট্রলি গাড়িটি বেপরোয়া চালিয়ে আসার কারণে আজ এই দুর্ঘটনা। এই অবৈধ ট্রলির কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে কেড়ে নিচ্ছে তাজা প্রাণ, অকালে হারিয়ে যাচ্ছে স্কুল শিক্ষক, কলেজ ছাত্রীসহ অসংখ্য প্রাণ। 

এলাকাবাসীর জানায় ইট বহনকারী ট্রলি অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে চালানো হয়। নিহত পরিবারের দাবি অচিরে ট্রলি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমাদের মত আরও প্রাণ হারাবে ঘটবে দুর্ঘটনা। 

এ ব্যাপারে রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামাল হোসেন জানান, ট্রলির চাপায় নিহত যুবকের লাশ তার বাড়িতে আনা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।