শ্রীপুরে হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

38

মোঃইসমাঈল হোসেন স্টাফ রিপোর্টারঃ মাগুরার শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন । বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান প্রমুখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদরের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে, দিনব্যাপী এ খেলায় ৩৩ টি ইভেন্টে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সাচিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।