
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি ঃ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১মার্চ) দুপুর ১২ টার দিকে মাধবপুর উপজেলার শেওলিয়া ব্রীজ এলাকায় এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আমির উদ্দিন নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মোঃ রাহাত বিন কুতুব, সহকারী কমিশনার (ভূমি)।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।