নেত্রকোণায় জাতীয় বীমা দিবস পালিত

12

জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধিঃ

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আয়োজনে আজ বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা।