বাউফলের ইমরানের সাথে ইন্দোনেশিয়ার যুবতী নিকি উল ফিয়ার বিয়ে

62

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলার প্রতিনিধি। 

পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের ইমরান হোসেন কে  প্রেমের টানে ইন্দোনেশিয়ার যুবতী নিকি উল ফিয়া বিয়ে করতে বাংলাদেশ এলেন। জানা গেছে,২ মার্চ বুধবার  ইমরানের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের উক্ত ইউপির খেজুর বাড়িয়া গ্রামে বিয়ের অনুষ্ঠান হবে। ইমরানের বাবার মোঃ দেলোয়ার হোসেন।  

 এর আগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইমরানের বাড়িতে এসেছিলো ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। তখন ইমরানের বিয়ের বয়স না হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়। পাঁচ বছর পর বিয়ের জন্য তিনি বাড়ি এসেছেন ।

  সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে  ইমরানের পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন নিকি উল ফিয়া। সেখান থেকে ইমরান নিকিকে তাঁর বাউফলের বাড়িতে নিয়ে আসেন। তখন তাঁর ২১ বছর না হওয়ায় বিয়ে করতে পারেননি। তখন ফিরে যান নিকি। বর্তমানে ইমরানের বয়স ২৫ বছর। আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তাঁর মায়ের নাম শ্রীআনি। প্রসঙ্গত: ২মার্চ  বুধবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৩য় আদালতে তাদের এভিডেভিড এর মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় বলে জানা যায়।