
এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের এক ঝটিকা অভিযানে ৩ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার গান্ধিগাঁও এলাকা থেকে তাদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের জদু মিয়ার ছেলে লিটন মিয়া(২৫), নায়েব আলীর ছেলে মোক্তার হোসেন (৩৪), ময়নালের ছেলে বিজয়(১৮)।
থানার পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই তোফাজ্জল হোসেন,
এসআই ফজলুল করিম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে এক ঝটিকা অভিযান চালিয়ে ওই ৩জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।