কুড়িগ্রামে শুরু হলো ৫দিন ব্যাপী পন্ডিত বই মেলা

18

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ             কুড়িগ্রামের চিলমারীতে সাহিত্য সংস্কৃতি ও মনন বিকাশে গত ৪ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে পন্ডিত বই মেলা।এরই ধারাবাহিকতায় ৫ম বারের মত এবারেও হচ্ছে এই পন্ডিত বই মেলা।

পন্ডিত বই মেলাকে ঘিরে আয়োজকদের যেমন ক্লান্তির শেষ নেই, তেমনি বছর ঘুরে আবারো পন্ডিত বই মেলা পেয়ে সব শ্রেনির বই প্রিয় মানুষের মাঝে বইছে মন জুড়ানো উছ্বাস। বইয়ের ঘ্রাণ নিতে, বই কিনতে মেলা প্রাঙ্গনে হয়ে উঠেছে সরোবর।

 বুধবার ১লা মার্চ দুপুরে থানা হাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী এই পন্ডিত বই মেলা উদ্বোধন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।                                                                           

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সাংবাদিক সফি খান, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলী, চিলমারি প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু উপস্থিত ছিলেন। 

বই মেলা দেখতে আসা শিক্ষার্থী মোছাঃ ইসমত আরা বলেন, চিলমারীর মত প্রত্যান্ত উপজেলায় পন্ডিত বই মেলাটি শুধু মিলন মেলা না।এই বই মেলা গত ৪ বছর ধরে সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা বন্ধু বান্ধবসহ মেলায় এসে পছন্দমত বই কিনলাম।প্রতি বছরই পন্ডিত বই মেলা হউক এ আশা করছি।

 

বই মেলায় আসা মোঃ ইয়াকুব আলী বলেন,আমি বই পড়তে ভালোবাসি। বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে। বই-ই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। আমাদের এখানে পন্ডিত বই মেলা হওয়ায় আমরা চিলমারীবাসী অনেক খুশি।   

 তিনি আরো বলেন,সবচেয়ে আনন্দের বিষয় হলো অনেক স্বনামধন্য লেখকের বই পড়েছি।ভালো লেগেছে।তবে কখনো সামনা সামনি দেখার সৌভাগ্য হয় নাই।তবে পন্ডিত  বই মেলা হওয়ায় প্রতি বছরে কোন না কোন স্বনামধন্য কবি,সাহিত্যিক গবেষকগণ আসেন।উনাদের সাথে এখানকার মানুষদের দেখা হয়।

আমরা চিলমারীতে বসে চট্রগ্রামের বাতিঘর প্রকাশনীর স্টল দেখেছি। আনিসুল হক, আনু মোহাম্মদ স্যারের মত গুণীজনের সাক্ষাৎ পেয়েছি। যা আমাদের বই পড়ার ইচ্ছেকে আরো বেশি অনুপ্রাণিত করেছে।                                                              

পন্ডিত বই মেলা আহবায়ক নাহিদ হাসান নলেজ বলেন, চিলমারীতে আজকের এই পন্ডিত বই মেলা ৫ম বছরের পদার্পণ করলো।প্রতিবারের মতো এবারো থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৫দিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।পন্ডিত বই মেলা কে ঘিরে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান, লেখক পাঠক মুখোমুখি প্রশ্নোত্তর,পুরুষ্কার প্রাপ্ত বাংলা সিনেমা সাতাঁও প্রদর্শনী,স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বির্তক প্রতিযোগীতাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আশা করি আগামীতে আরো বড় পরিসরে এই বই মেলার আয়োজন করা হবে। তরুণরা বই পড়ুক,বইয়ের টানে পন্ডিত বই মেলায় আসুক এ আহবান করছি। 

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রত্যেকের মানুষের আলাদা আলাদা ব্যক্তি স্বার্থ আছে। কিন্তু সেই ব্যক্তি স্বার্থ দেশের জন্য, সবার জন্য ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ তার ব্যক্তি স্বার্থ জনস্বার্থে বিলিয়ে দিতে পারে। চিলমারীর পঞ্চম পণ্ডিত বইমেলা সেই সঠিক শিক্ষার দ্বার উন্মোচনে কাজ করে যাচ্ছে।                                                                   চিলমারীতে অনুষ্ঠিত হওয়া ৫ দিন ব্যাপী পন্ডিত বই মেলায় বিশিষ্ট গুণী জনদের সাথে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পন্ডিত বই মেলার আয়োজকরা।