
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে সীমানা প্রাচীর নির্মাণ করে দুই প্রবাসীর জমি জবরদখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামে।
জানা গেছে, লন্ডন প্রবাসী বশির আহমেদ ও ইতালি প্রবাসী ছগির আহমেদ দীর্ঘ প্রায় ১৬ বছর যাবত বিদেশে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতির সুযোগে গত ২৪ ফেব্রুয়ারি একই গ্রামের প্রতিপক্ষ জাকির আহমেদ খান ও নজির আহমেদ দুই প্রবাসীর জমিতে জবরদখলের লক্ষ্যে জোরপূর্বক সীমানা প্রাচীরে চেষ্টা চালায়। এই বিষয়ে দুই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগের পর সদর থানার উপপরির্দশক মো: জাহেদুল কাদের ঘটনাস্থলে পৌছে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারে পক্ষ থেকে অতিরিক্ত জেলা হাকিমের আদালতে একটি আবেদন করা হয়।
সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধের বিষয়টি উপেক্ষা করে জাকির গং সেখানে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ করে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী পরিবারটি জানতে চাইলে প্রভাবশালী ওই মহল পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তারা চরম নিরাপতাহীনতায় ভুগছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, একটি পক্ষ রাতের আঁধারে দেয়াল নির্মাণের অভিযোগ করেছে।
এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।