আত্রাইয়ে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা

15

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ‘আমার জীবন, আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে।

এই দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়, র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  এবাদুর রহমান প্রমাণিক। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোখসানা হ্যাপি, আত্রাই থানা পুলিশের (ওসি) তদন্ত লুৎফর রহমান, উপজেলা প্রতিবন্ধী অফিসার পি. এম কামরুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম চঞ্চল হোসেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা ম্যানেজার জাহাঙ্গীর আলম শেখ, শহিদুল ইসলাম,আবু শাহীন,হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।