ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ৪৮তম জন্মদিন পালন

12

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ৪৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌরসভার প্যানেল মেয়র-২ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব (সিইও)   নাজিম উদ্দীন, ১নং ওয়ার্ড কাউন্সিল মো: কায়ছারুজ্জান হিমেল, ৬নং ওয়ার্ড কাউন্সিল শেখ মারুফ আহম্মেদ, বাল্যবন্ধু ফারুজ্জামান ডেভিড ও সৈয়দা তাতুন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৯নং ওয়ার্ড কাউন্সিল শেখ শফিক-উদ-দৌলা সাগর। এসময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ এসএসসি ৯১ এর বন্ধুরা উপস্থিত ছিলেন।