
স্টাফ রিপোর্টার
২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যশোরের শার্শার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ডাঃদম্পতি পুত্র আজমাইন জারিফ শাওলিন।
বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে শাওলিন বড়। তার ছোট বোনের নাম তাহাসিনা জারিফ সেজুতি ।বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী।
বাবা হাবিবুর রহমান হাবিব।তিনি পেশায় একজন অর্থোপেডিক্স সার্জন। মা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাজমুন নাহার রাণী।
মানবতার ফেরিওয়ালা হিসাবে বিবেচিত ডাঃ দম্পত্তি।
শাওনিল যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে পারে তাই সকলের কাছে দোয়া কামনা করছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে সারা দেশের ৮২ হাজার ৩৮৩ শিক্ষাথী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৩৮৩ জন।
পরিশেষে ডাক্তার দম্পতি ছেলের জন্য সকলের কাছে দুয়া প্রার্থনা কামনা করেছেন।