বানারীপাড়ায় উপজেলা আ’লীগের কর্মপরিকল্পনা বিষয়ক বিশেষ বর্ধিত সভা

12

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কর্মপরিকল্পনা বিষয়ক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়ায় ঐতিহাসিক ৭মার্চ,১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং নবগঠিত উপজেলা আওয়ামী লীগের এ কর্মপরিকল্পনা বিষয়ক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয় ছিলো আকাশের মত বিশাল আর সমুদ্রের মত গভীরতা। সেই মহান নেতার আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে উদারতা ও মানবিকতার সঙ্গে নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা ও তার সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ২৭ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সভায় বরিশাল-২ আসনের  সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম উপজেলা  আওয়ামী লীগ ও এর অঙ্গ  সহযোগী সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে নানা দিক নির্দেশনা দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাষ্টার আ.সালম,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,প্রচার সম্পাদক সেলিম বেপারী, মুুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.রাজ্জাক মাষ্টার, কৃষি বিষয়ক সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ শহিদুল ইসলাম,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীগের সদস্য রাহাদ  সুমন,সৈয়দকাঠি ইউপির সাবেক চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আ.মন্নান মৃধা, বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক,বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ই্উপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান মিলন, ফারুক বেপারী ও রিয়াজুল ইসলাম রাজু,বানারীপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম দাস, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ফারুকুুজ্জামান, চাখার ইউনিয়ন আাওয়ামী লীগের  সভাপতি আ.মালেক হাওলাদার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সোহেল,  উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিলন মুন্সী, উপজেলা  স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর  কায়েস ও সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা প্রমুখ। এছাড়াও উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী, সৈযদকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যদায় বানারীপাড়ায় ঐতিহাসিক ৭মার্চ,১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন,মেয়াদোত্তীর্ণ পৌর শাখা ও কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের দ্রুত কাউন্সিল সম্পন্ন করা সর্বোপরি আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত,শক্তিশালী,সুশৃঙ্খল ও গতিশীল করতে নানামুখী পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।