রূপসায় জনতা ব্যাংকের আয়োজনে কৃষি-পল্লী ঋণ বিতরণ কর্মসূচি

9

চন্দন ভট্টাচার্য্য, রূপসা  উপজেলা প্রতিনিধিঃ

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা বাজারে জনতা ব্যাংক রূপসা ইষ্ট শাখার আয়োজনে কৃষি, পল্লী ঋণ বিতরণ ও ঋন মেলা কর্মসূচি গত ২৮ ফেব্রুয়ারী  দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথির বক্তৃতা করেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম মো: আল মাসুক।

বিশেষ অতিথি ছিলেন এসপিও মো: দুলাল হোসেন, এরিয়া অফিসের প্রতিনিধি এজিএম মো: আব্দুল কুদ্দুস, এসও এস এম মনিরুজ্জামান, জনতাব্যাংক রূপসা ইষ্ট শাখার ব্যবস্থাপক মোঃ রেজওয়ান বারীর সভাপতিত্বে এবং জনতা ব্যাংক রূপসা ইষ্ট শাখার ওআরসি মোঃ সোহাগ হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক ব্যবস্থাপক এস এম গোলাম কিবরিয়া, এসপিও মোঃ সালাউদ্দিন, এসও মোঃ তৌহিদুর রহমান মোল্যা, এসও শুভংকর সরকার,  ওআরসি সঞ্চিতা অধিকারী, সাবেক ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, সাবেক ইউপি সদস্য সহাদেব বৈরাগী, প্রধান শিক্ষক নেপাল মহলী, গ্রাহক কানাই বিশ্বাস,  সাংবাদিক খান আঃ জব্বাব শিবলী প্রমূখ।