
মোস্তাকিম আহমেদ আলিফ,স্টাফ রিপোর্টারঃ
সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের শ্রীনগরে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের হাতারপাড়া এলাকায় কৃষি জমি হতে ভেকু মেশিন দ্বারা মাটি কাটার অপরাধে সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবক্কর সিদ্দিক এর নেতৃত্বে মোবাইল কোর্টে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুবক্কর সিদ্দিক বলেন,উপজেলার ফসলি জমি,জলাশয় , রাস্তাএবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত রাখবে।