
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গন রোধ (১ম সংশোধী)”ও” ৬৪ জেলার অভ্যন্তরস্হ ছোট নদী, খাল এবং জলাশয় পনঃখনন প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা ধীন ৭টি প্যাকেজ উন্নয়ন মুলক কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজারের পাশে এ কাজের শুভ উদ্বোধন করেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। আলোচনা সভায় স্হানীয় সরকার এর উপ-পরিচালক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল রংপুরের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুড়িগ্রাম কাগজ প্রতিবেদক সাংবাদিক তৈয়বুর রহমান, হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শায়খুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন প্রমুখ।