
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুরে ট্রেড লাইসেন্স না থাকায়, ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আইনে পাঁচজনকে নগদ ৩৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুয়াদাবাজারে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বজিৎ দাস ও ইজাহার আলীকে ২ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জসীম উদ্দিন কে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন দণ্ডবিধি- ১৮৬০ এর- ২৯২ ধারায় ট্রলি চালক মুক্ত ও সঞ্জয়কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মণিরামপুর থানার এসআই আল-আমিন ও আদালতের বেঞ্চ সহকারী ফাহিম আল মমিন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, ট্রেড লাইসেন্স না থাকায় ,মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সড়কে মাটি ফেলে রাস্তার ক্ষতি করায় জরিমানা করা হয়েছে। কেউ সরকারি রাস্তার ক্ষতি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।