নারায়ণগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

11

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় নান্নু স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে শেষ খবর না পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে,আড়াইহাজারের এসপি কেমিক্যাল মিলে আগুনের খবর আসে দুপুর ১টা ৩৫ মিনিটে। সেখানে অগ্নিনির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।