
মোঃ রাকিবুল হাসান, ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতি সদর বাজার ও স.ও.জ এর রাস্তার ড্রেনের ময়লা আবর্জনায় অচল হয়ে পরে ড্রেনের ব্যাবস্থা। এমন পরিস্থতি হওয়ার কারনে ময়লাযুক্ত পানি ড্রেনের পরিবর্তে রাস্তা দিয়ে গড়াতে থাকে।
এমন পরিস্থতির কারনে পরিবেশের মারাত্বক অবস্থার সৃষ্টি হয়। কারন ময়লার কারনে ড্রেন সম্পূর্ণ রুপে ভরাই হয়ে যায়। ফলে ড্রেনের পানির দুরগন্ধের কারনে লোকজন চলাফেরা এবং দোকানের ক্রেতা বিক্রেতা উভয়ে নানা সমস্যার সম্মুখিন হয়। জমে থাকা ড্রেনের ময়লাযুক্ত পানিতে মশা মাছি ও দুরগন্ধের সৃষ্টি হয়। উক্ত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ অবহিত হন। আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ড্রেন পরিষ্কারের জন্য পরিচ্ছন্ন কর্মি পরিচ্ছন্নতার কাজ শুরু করে।
সকাল ১০ ঘটিকায় পরিচ্ছন্ন কর্মিদের কাজ পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, সদর চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন, ক্ষুদ্র বনিক সমিতির সভাপতি ও ইজারাদার আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খান, সদর মেম্বার মো. জাহিদুল হক মনির সহ আরো গন্যমান্য ব্যাক্তি ও স্থানিয় সাংবাদিকগন। সূত্র মতে জানা যায় ২টি প্রকল্পের আওতায়র মাধ্যমে উক্ত ড্রেনের পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করার উদ্যেগ গ্রহন করা হয়। উক্ত প্রকল্পের আওতায় ১ টি প্রকল্প সদর ইউপি চেয়ারম্যান ১নং শাহাদাৎ হোসেন, অপরটি সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরের মাধ্যমে বাস্তবায়ন শুরু করা হয়েছে।
জানা যায় উক্ত প্রকল্পের ব্যায় হবে হাটবাজারের আয় বা রাস্তার টাকা থেকে। প্রকল্পের ব্যায় অর্থ সুনিদিষ্ট কিছু জানা যায়নি। তবে প্রকল্প ২টির কাজ সম্পন্ন হলে ঝিনাইগাতি বাজারের ব্যাবসায়ী মহল ক্রেতা-বিক্রেতা সহ পথচারী লোকজন উপকৃত হবে। এমন গুরুত্বপূর্ণ উদ্দ্যেগ গ্রহন করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যাবাদ গাপন করেন এলাকাবাসী।
প্রকল্প ২টি বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘ দিনের জন দুর্ভোগ হ্রাসপাবে।