সালিশ শেষে ফেরার পথে সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

17

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে আব্দুর রাজ্জাক (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আব্দুর রাজ্জাক আত্মারামপুর গ্রামে মাইজ উদ্দিনের পুত্র। একই গ্রামের আওয়ালের পুত্র আলম মিয়া বছর খানেক পূর্বে একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

এ বিষয়টি সমাধানের জ্য স্থানীয় মধুপুর বাজারে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিষয়টি সমাধান হয়নি। এতে বাড়ি ফেরার সময় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আব্দুর রাজ্জাক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

নান্দাইল মডেল থানার এ.এস.আই মোস্তাক আহম্মেদ বলেন, নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।