কালীগঞ্জে মিথ্যা মামলা থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

20

সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসীরা।

মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাজরানীয়া উত্তরণ কলেজ সংলগ্ন ঢাকা-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মিথ্যা মামলার আসামী ওয়ারেজ আলী বুলু সহ অন্যান্য আসামীর পরিবারের স্বজন এবং মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, উত্তর মুসরত মদাতী ৬ নং ওয়ার্ড এলাকার  ফরহাদ চোর এবং মাদক সম্রাট দুখু মিয়া একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার শান্তিপ্রিয় লোকজনকে অযথা হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দুখু মিয়ার স্ত্রী সুলতানা আক্তার শিমা ওয়ারেজ আলীর বুলুর বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা একটি মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছেন। যাহার মামলা নং-২২।মামলাটি আদালতে চলমান।

ফরহাদ চোর ও দুখু মিয়া এলাকায় মাদক ব্যবসায়ী ,মাগিবাজি ও মামলাবাজ হিসেবে পরিচিত।

এলাকাবাসীর বিভিন্নজনের নামে তাদের করা মিথ্যা মামলায় হয়রানি থেকে নিরীহ এলাকাবাসীকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অনতিবিলম্বে ফরহাদ চোর এবং দুখু মিয়াকে গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণ কারীরা।