
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দক্ষিণ উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মো. ফিরোজ মিয়া (৩৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরাপুকুর পাড় এলাকার মৃত আবু জাহেরের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, নোয়াখালী থেকে মোহন ও ফিরোজ নামের দুই যুবক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাজ্জাদ নামের আরেক যুবকের কাছে অস্ত্র কিনতে আসেন। তাদের সাজ্জাদ সদর উপজেলার সুলতানপুর থেকে অস্ত্র কিনে দেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলযোগে কসবার দিকে যাওয়ার সময় প্রথমত তাদের মোটরসাইকেল থামাতে সিগনাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে পরে পুলিশ তাতে ধাওয়া করে আটক করে বলে জানা যায়।
মিডিয়ার কর্মীদের সামনে গ্রেফতার কিতোদের অস্ত্রসহ উপস্থাপনের এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রভেশনারি) মারেফুল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা ছিলেন।