নাইক্ষ্যংছড়িতে হাতি সংরক্ষণ কমিটির সমন্বয় সভা  

13

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,

 বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 রেঞ্জ কর্মকর্তা মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন ‘বন্যহাতির প্রাকৃতিক চলাচলের পথ, খাবার ও পানির উৎস রক্ষায় গহিন বনের প্রাকৃতিক জলাধার সংরক্ষণে হাতির  নিরাপত্তা অভয়ারণ্য গড়ে তুলতে হবে, না হয় হাতি-মানুষের দ্বন্দ্ব বাড়বে। এসময় তিনি ফাঁদ পেতে হাতি হত্যা বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, সরকার হাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করে। সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। পাহাড়ি বনাঞ্চলে বাড়িঘর ঠেকানো গেলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,জেড এম সেলিম,শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, কৃষি কর্মকর্তা এনামুল হক,সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমনসহ পুলিশ,বিজিবি,আনসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।