জগন্নাথপুরে ভূমি নিয়ে সংঘর্ষে আহত এনামূল হকের অবস্থা আশংকাজনক

10

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে ভূমি নিয়ে দুই প্রবাসীর সংঘর্ষের ঘটনায় আহত প্রবাসী এনামুল হক (৫২) অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। গুরুতর আহত এনামুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়, পাটলী ইউনিয়নের চানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক ও তার চাচাতো ভাই হারুনুজ্জামান একই গ্রামের সুন্দর আলীর নিকট থেকে প্রায় এক বছর পূর্বে একই দলিলে বাড়ির পার্শ্ববর্তী ভূমি ক্রয় করেন। উক্ত ভূমি নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। শনিবার (২৫ ফেব্রæয়ারী) সন্ধ্যায় হারুনুজ্জামান সহ তার লোকজন উক্ত ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তুতি নেয়। খবর পেয়ে এনামুল হক ঘটনাস্থলে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঐ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এনামুল হক (৫২), নজরুল ইসলাম (৫০), রেজাউল ইসলাম (৪০), আব্দুল খালিক (৭৫), হারুনুজ্জামান (৪৫), বদরুজ্জামান (৫৫) আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এনামূল হকের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে আমি বিষয়টি মিমাংসার জন্য ছুটে যাই। ঐ সময় হারুনুজ্জামানের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমি সহ আমার পরিবারের লোকজনদের উপর হামলা চালায়।