ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

২৬ এপ্রিল ঢাকায় জাভেদ আলির কনসার্ট : টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টে অংশ নেওয়ার সংবাদ ছড়ায় গতকাল বুধবার রাত থেকে। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানায় আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।

এরপর কনসার্টের টিকিটের জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে, তিনি কনসার্টের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

জানা গেছে, আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তাঁর সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার। আমরা এ আয়োজনে তিনটি দেশের মিশ্রণ ঘটাচ্ছি।

আর্কলাইট ইভেন্টস ছাড়াও এ আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রক-এ দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩৫০০ টাকা ও ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫৫০০ টাকা।

তবে এখন পর্যন্ত জাভেদ আলি তাঁর অফিশিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করিনি। তবে কনসার্টে গাওয়ার খবরটি জানিয়েছেন বাংলাদেশি গায়ক ঈশান মজুমদার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কনসার্টটিতে আমার গান গাওয়ার বিষয়টি নিশ্চিত। জাভেদ আলির সঙ্গে আরও থাকবেন পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান। জাভেদ আলির সঙ্গে আরও থাকবেন পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’ এর ‘কুন ফায়াকুন’, গজনি সিনেমার ‘গুজারিশ’, আজব প্রেম কি গজব কাহানি সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, তুম মিলে সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায় হয়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ ও আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।

 

শেয়ার করুনঃ