প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৪, ২:০০ অপরাহ্ণ
নওগাঁয় অবৈধ মজুদ ২৭০ টন খাদ্যপণ্য জব্দ, ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় ২৭০ টন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দ করা পণ্যের মধ্যে ২২৮ টন গম,২০ হাজার লিটার সয়াবিন তেল, আটা,চিনি ও ছোলা রয়েছে। বুধবার সন্ধ্যায় মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আনজুমান্দ বানু জানান।
আটক ব্যবসায়ীর নাম মাসুদ রানা (৪৫)। তিনি মাসুদ এন্টারপ্রাইজ নামে খাদ্যপণ্যের ব্যবসা করতেন। তবে এই নামে তার কোনো লাইসেন্স পায়নি প্রশাসন। ইউএনও লায়লা আনজুমান্দ বলেন,ওই গ্রামের একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার অভিযান চালানো হয়।
অভিযানে মাসুদ রানার দুটি গুদাম থেকে ২২৮ টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, আট টন আটা, ছোলা-বুট ৩২ টন এবং চার টন চিনি পাওয়া গেছে। প্রায় এক বছর ধরে এসব পণ্য মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই মাসুদ ব্যবসা করে আসছিলেন।তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা হয়েছে বলে জানান ইউএনও।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করায় মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী মামলা দায়েরের করেছেন।
নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা বলেন, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুদ করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছেন। মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুদের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.