বিএনপির সাবেক নেতা ও প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ইন্তেকাল

17

সকালের খবর ২৪ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)সাবেক নেতা ও প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ইন্তেকাল।১৯ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।তিনি নির্বাচন কমিশনে সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের যথাক্রমে তথ্যমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী ছিলেন।

১৯৭৭ সালে জিয়াউর রহমান জাগো দল গঠন করলে তিনি সেই দলে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হয়, তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য।১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান।২০১৫ সালে ব্যরিষ্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন।নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি।