
পটুয়াখালীতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ১১১- পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,বি,এম,রুহুল আমিন হাওলাদার এর উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৪ জানুয়ারি বুধবার বিকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির বাস ভবন ( পটুয়াখালী আবহাওয়া অফিস) সংলগ্ন পার্ক থেকে তাঁর এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ, বি,এম,রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ১১১- পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য।
তিনি এসময় বলেন, মানুুষ শীতে এত কষ্ট করছে, তা দেখে তিনি ঢাকায় থাকতে পারেননি, তাকে হাসপাতালে যাওয়ার পরার্মশ দিয়ে ছিলেন, তিনি ছুুুটে এসেছেন পটুয়াখালীতে,
নারায়নগঞ্জে তিনি কম্বল অর্ডার দিয়েছেন, সে খান থেকে এ কম্বল এসেছে, পটুয়াখালীতে সকল মানুষের কাছে কম্বল না পৌছানো পর্যন্ত এ কম্বল আসতেই থাকবে। তিনি এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে বিশ্বাস করে পটুয়াখালীতে পাঠিয়েছেন, তিনি আওয়ামী লীগের সকল সমর্থক, কর্মী – নেতাদের পাশে থাকবেন।
উক্ত সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান,যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবীর,জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান দুলাল, জাতীয় পার্টির দুমকী উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি মোঃ হাসান সিকদার সহ পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
প্রসঙ্গত: পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী মোঃ সোহেল মিয়া এ প্রতিবেদক কে মৌখিক ভাবে জানান এসময় ৬০০০ হাজার শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।