
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিং এমপিকে আলীকদম উপজেলায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকালে জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের আগমনকে ঘিরে রেপার পাড়া বাজার এলাকা, আবাসিক, ছিনারী বাজার, চৈক্ষ্যং রাস্তারমাথা ,বাসটার্মিনাল আলীকদম উপজেলা সড়কের দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেন।
এরপর আলীকদম উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ জামাল উদ্দিন এর সভাপতিত্বে গন সংবর্ধণা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব লক্ষ্মীপদ দাস, সহ- সভাপতি শেখ মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সদেক হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ বড়ুয়া, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা, সহ-সভাপতি বাবু দুংরি মং মার্মাসহ আলীকদম উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবর্ধণায় বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমি আলীকদম তথা বান্দরবানবাসীর প্রতি চিরঋনী, জীবনের শেষ দিন পর্যন্ত আমি জেলাবাসীর সেবা ও কল্যাণে কাজ করে যাব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে শান্তি আছে, আর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।