ঢাকা, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লাকসামে সিএনজি ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ
তানোরে সাবেক মেয়র মিজানে’র বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্র হত্যা মামলার প্রতিবাদ সমাবেশ
ঝিকরগাছায় ২ আ’লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন
অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এফবিসিসিআইয়ের সদস্য ইব্রাহীম খাঁন
পল্লবীতে হুন্ডি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় শামীম সেনা
দেশজুড়ে পুলিশের অভিযান:অস্ত্রসহ গ্রেফতার ১৫৩৪
৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন, সভাপতি সরোয়ার; সম্পাদক আনোয়ার
চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন করতে হবে :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য নিয়ে লিফলেট বিতরণ,বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখে হতে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এস জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্যে রাখেন, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আলতাফ হোসেন।

সন্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার , সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস (সদস্য আরটিসি) , বীরমুক্তিযোদ্ধা গাজী এ.কে.এম ফজলুল মতিন মুক্তা (সদস্য আরটিসি),সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক উপ-বিভাগ-২ মোঃ জাহিদুর রহমান মিলু, সওজ উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-১ ও সড়ক শাখা ২ এর মোঃ কায়সার আহমেদ, সওজ উপ-সহকারী প্রকৌশলী, সড়ক শাখা -৩ সড়ক উপবিভাগ -১ মোঃ আহসান হাবীব,সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম হোসেন সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুলতান তালুকদার, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা’র আহবায়ক সৈয়দ নতুন শিরাজী, সদস্য সচিব মোঃ আবু লায়েস হোসেন উজ্জ্বল প্রমুখ বক্তব্যে রাখেন এবং বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সহ সুধীজন, গুনীজনেরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। গাড়ি চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনারোধে পরিবহন মালিক, গাড়ি চালক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার সচেতনতা থাকতে হবে।
এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলতে হবে। সরকার সড়ক-মহাসড়ককে নিরাপদ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে ।

শেয়ার করুনঃ