প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি ফারিয়া কর্তৃক ডাঃ কাবেরী মজুমদার সংর্বধিত

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কাবেরী মজুমদারের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় স্টার পার্ক কমিউনিটি সেন্টারে মঙ্গলবার রাতের এ অনুষ্ঠানে বক্তারা বলেন,ডা: কাবেরী ডাক্তার পরিবারের ৩ জনের একজন। তার স্বামী ও মেয়ে ২ জনই ডাক্তার। মেয়ে এমবিবিএস পাশ করে চাকুরীতে যোগ দিয়েছেন সম্প্রতি।
তারা আরো বলেন,ডা: কাবেরী একজন
অনন্য মানবী। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি
নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার এলাকায় মানুষের সেবা দিয়ে আসছেন ।
আজ তিনি সরকারী চাকরী ছাড়লেও এ সেবা অব্যাহত রাখবেন। তিনি একজন স্বজ্জন নারীও বটে।
আয়োজক সংস্থা ফারিয়া নাইক্ষ্যংছড়ির সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক
ডাঃ কামরুল হাসান মুরাদ,বিশেষ
অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী,অবসরপ্রাপ্ত ডা: রনজন চৌধুরী নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,ডা: তপন,ডা: রুবেল,ডা: সিরাজ,ডা: মোহাম্মদ নুর, ডাঃ রেখা, ডা:ওসমান,ডা: তাওহীদ,ডা: মহিউদ্দিন,ডা: শাহ জাহান,প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সদস্য সাংবাদিক ইউনুছ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামাল মোড়ল ও সর্বিক তত্ত্বাবধানে ছিলেন,নুরুল কাশেম ও নুরুল আক্তার, সহযোগিতা ছিলেন শুপন দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন রামু ফারিয়ার সভাপতি-সম্পাদক,গর্জনিয়া বাজার,বাইশারী বাজার,চাকঢালা বাজার ও নাইক্ষ্যংছড়ি সদরের শতাধিক চিকিৎসক,ব্যবসায়ী,শিক্ষক,সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এর আগে সংবর্ধিত অতিথি ডা:কাবেরী মজুমদারকে মানপত্র ও ক্রেস্ট দিয়ে বরণ ও সংবর্ধিত করেন নাইক্ষ্যংছড়ি,গর্জনিয়া-কচ্ছপিয়ারসহ বিভিন্ন এলাকার চিকিৎসক ও ব্যবসায়ী সংগঠন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.