আর্থিক সাহায্যের জন্য আবেদন

42


একজন মুমূর্ষু রোগীর জন্য আর্থিক সাহায্য প্রয়োজন,তার চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন,প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় চিকিৎসা অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো সেখানের ডাক্তারও চিকিৎসা দিতে ব্যর্থ হয়,তারপর যশোর ইবনেসিনা হাসপাতালে ডাক্তার দেখানো হয়,সেখানের কর্তব্যরত চিকিৎসক বলেন উনার খাদ্যনালী নষ্ট হয়ে গেছে যার চিকিৎসা এখানে হবে না।ঢাকাতে নেওয়া লাগবে।টাকার অভাবে ঢাকা নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হলো ঢাকাতে নিয়ে চিকিৎসা করাতে কত টাকা খরচ লাগতে পারে,তখন তিনি বললেন,প্রায় ২ লক্ষ টাকা মতো খরচ লাগতে পারে,যেটি পরিবারের পক্ষে ম্যানেজ করা অসম্ভব।তাই তার পক্ষ নাতি ছেলে মেহেদী হাসান রিপন দেশবাসী সহ প্রবাসীদের সম্মুখীন হয়েছি।যদি কেউ আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন তাহলে আপনাদের অছিলায় আমার নানা বেঁচে যেতে পারে।

মেহেদী হাসান রিপন,01614696595 বিকাশ

#এই পোস্টটি সকলে বেশি বেশি শেয়ার করুন।আপনার একটি শেয়ারে এগিয়ে আসতে পারে কোন সহৃদয়বান ব্যক্তি।