প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
উজিরপুরে আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের জমি দখল বুঝিয়ে দিলেন এ্যাড. কমিশনার

উজিরপুরে আদালতের নির্দেশে প্রকৃত ভূমি মালিকদের দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার মোঃ তৌহিদুর রহমান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে.এম ইশমাম, জেলা নাজির এসএম হেদায়েতুল নবী জাকির, উজিরপুর মডেল থানার এসআই ওসমান,অহেদুজ্জামান ও মহিলা পুলিশ সদস্যের টিম।
উল্লেখ্য উজিরপুর মৌজায় সৃজিত ১৬১৩ নং খতিয়ানের ৮২৫ নং দাগে মোট জমি ৩০ শতাংশ। উক্ত জমি নিয়ে বরিশাল যুগ্ম জেলা জজ ২য় আদালতে ৩০/২০২০নং মামলায় সলে সুত্রে চুরান্ত ডিগ্রি মূলে জমি প্রাপ্ত হন মুহাম্মদ মহসিন মিয়া লিটন গংরা। পরে বরিশাল মোকাম উজিরপুর সিনিয়র সহকারী জজ আদালতে ১৩৪/২০২১নং বন্টন মামলা দায়ের করেন মুহাম্মদ মহসিন মিয়া লিটন। সে মামলায় বিবাদী ছিলেন বড় ভাইয়ের স্ত্রী সেতারা বেগম গংরা। ১৫/৩/২০২২ তারিখ ডিগ্রিজারী মামলায় আদেশ হয়।
পরবর্তীতে বন্টন মামলায় ১/১/২০২৪ তারিখ বাদী ও বিবাদীদের দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে ২৪ জানুয়ারি বুধবার বাদী পক্ষ মুহাম্মদ মহসিন মিয়া লিটনকে ১৫ শতাংশ এবং বিবাদী সেতারা বেগম গংদের মাঝে ১৫ শতাংশ জমি শান্তিপূর্ণ ভাবে দখল বুঝিয়ে দেন এ্যাডভোকেট কমিশনার মোঃ তৌহিদুর রহমান সোহেল।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.