
পঞ্চগড়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইসচেয়ারম্যান কাজী আল তারিক এবারও উপজেলা পরিষদে ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে জানিয়েছেন। তার ব্যাপক জনসমর্থন রয়েছে সদর উপজেলায়। তিনি বর্তমানে পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।
তিনি এই দ্বায়িত্ব পালন কালে উপজেলার সাধারণ মানুষের কল্যাণে নানামুখী কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দলীয় সকল সিদ্ধান্ত ও কার্যক্রম স্বতঃস্ফূর্ত ভাবে পালনের মাধ্যমে ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন। স্থানীয়রা জানান, কাজী আল তারিক সাধারণ মানুষের প্রিয় ব্যাক্তি। তিনি ভাইসচেয়ারম্যান থাকা অবস্থায় নিজেকে সকল প্রকার অনিয়ম দূর্নীতি থেকে বিরত রেখে মানুষের জন্য কাজ করেছেন। মানুষের বিপদে আপদে সব সময়ই পাশে থাকেন।
যে কোন পরিস্থিতিতে তাকে আমরা সবার আগেই পাই। করোনা মহামারীতে নিজের জমি বিক্রি করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ওয়ামীলীগের সকল দলীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
আসন্ন নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে পুনরায় ভাইসচেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাল্লাহ। এ বিষয়ে জনাব কাজী আল তারিক বলেন, আমি সব সময়ই সাধারণ মানুষের পাশে থেকে চলেছি। সাধারণ মানুষের জন্য কাজ করেছি। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে।
আমি সদর উপজেলা বাসীর জন্য আরো অনেক কিছুই করতে চাই। আমি আমার অসমাপ্ত কাজ গুলো করতে চাই। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।