ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

এক বছরে ডাকাতির মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার ৬৩৪

গেল এক বছরে রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধায় র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক সংবাদ বিঞ্জপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন ববলেন,র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি হত্যা, ছিনতাইকারী, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণকারী, কিশোর গ্যাং, বিভিন্ন মামলার আসামি, জাল নোট ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমরা বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব ফোর্সেস ২০১৮ সাল হতে আজ পযরন্ত রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে সর্বমোট ৩ হাজার ১৬৬ জন ডাকাত সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে সর্বমোট ৬৩৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।

২০২৩ সালে র‌্যাবের উল্লেখ্যযোগ্য অভিযান হলো:

গত ২০২৩ সালের ১জানুয়ারি রাজধানীর আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীর (২৩)সহ ১৪ সদস্য’কে গ্রেফতার করা হয়। ১৬ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার চর বাউসিয়া এলাকা হতে ডাকাতিকালীন সময়ে দুর্র্ধর্ষ মহাসড়ক ডাকাত চক্রের দলনেতাসহ ০৮ সদস্যকে গ্রেফতার করে। ৮ এপ্রিল ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ১০ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। ৯ আগষ্ট রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। ২৪ অক্টোবর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

এছাড়াও গত ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জের চা বাগান এলাকায় দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের অন্যতম মূলহোতা ও লুন্ঠিত মালামালসহ ০৩ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস এর গোয়েন্দা নজরদারী ও জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ