
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।
তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।